সামনের সারিতে বসা নিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০১ আগস্ট ২০২২
বিক্ষোভ চলাকালে সংঘর্ষ বাধে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে

নরসিংদীতে বিক্ষোভ সমাবেশে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এতে পণ্ড হয়ে যায় দেশব্যাপী লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির ডাকা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির চিনিসপুর কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনির বক্তব্যের পরপরই ছাত্রদলের একাংশের কর্মীদের মাঝে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ৬ জন কর্মী আহত হন। পরে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘষের্র পর নিরাপত্তার স্বার্থে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।

সামনের সারিতে বসা নিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড বিক্ষোভ

জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, সভা চলাকালে হঠাৎই ছাত্রদলের কয়েকজন হট্টগোল শুরু করে। পরে তাদের শান্ত করা হয়।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মন্জুর এলাহী, যুগ্ম আহ্বায়ক একেএম গোলাম কবির কামাল, আকবর হোসেন, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।