মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:২৪ পিএম, ০১ আগস্ট ২০২২
ছবি: সংগৃহীত

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল।

সোমবার (১ আগস্ট) সকালে ডিএসবি ফেনীর মিডিয়া ফোকালপারসন মো. শহীদ উল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার বিকেলে তাদের প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা সার্কেল অফিসে নেওয়া হয়েছে।

প্রত্যাহার সদস্যরা হলেন- এসআই বিজয়, কনস্টেবল আসলাম, কাজী সাজ্জাদুল বারী, কিশোর ও আহসান হাবিব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৭ কিলোমিটার অংশে পুলিশের চাঁদাবাজির অভিযোগ উঠে। বিভিন্ন জায়গায় তল্লাশির নামে গাড়ি থামিয়ে তারা চালকদের কাছ থেকে টাকা নিতেন। টাকা না দিলে চালকদের মামলা দেওয়ার হুমকি দিতেন তারা। এ অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।

মুহুরীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এবিষয় কিছুই জানি না। ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে তাদের রিলিজ দেওয়া হয়েছে। তারা কুমিল্লা হাইওয়ে পুলিশের সার্কেল অফিসে যোগদান করবেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।