বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত সবাই, পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০১ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে মিমি আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় স্বজনরা সবাই শিশুটির মামার বৌভাতের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন।

রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের দলিল ভূঞার বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (১ আগস্ট) সকালে জানাজা শেষে শিশুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ ও শিশুর পরিবার জানায়, চর দরবেশ ইউনিয়নের চর সাহভিকারী গ্রামের লেদু মাঝি বাড়ির জাফর উল্যাহর স্ত্রী জেসমিন আক্তার তার কন্যাসন্তান নিয়ে তার বাবার বাড়িতে যান। শনিবার (৩০ জুলাই) ছিল জাফরের শ্যালকের বিয়ে ও রোববার ছিল বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠান শেষে কনের স্বজনরা যার যার মতো চলে যান।

অনুষ্ঠান শেষে বাড়ির সবাই ছিলেন আনন্দে মাতোয়ারা। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পুকুরে ডুবে শিশু মিমের মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান তারা। সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।