সাঁতরে তিস্তা পার হতে গিয়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০২ আগস্ট ২০২২
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী সাঁতরে পার হতে গিয়ে মহুবর রহমান (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে দক্ষিণ দলদলিয়া এলাকার তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহুবর রহমান দলদলিয়া ইউনিয়নের লাল মসজিদ পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীরা জানান, মহুবর রহমান পাটের আঁশ ছাড়াতে তিস্তা নদীর পশ্চিম তীরের উদ্দেশ্যে রওনা হন। আশপাশে নৌকা না থাকায় তিনি সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। তিস্তা নদীর মাঝপথে তীব্র স্রোতের কবলে পড়ে তিনি ডুবে যান। পরে এলাকাবাসী নৌকা নিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে এলে পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী প্রতিবেশী আসলাম মিয়া বলেন, মহুবর রহমান পাট ধোয়ার কাজে নদী সাঁতরে পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে ডুবে যান। পরে আমরা কয়েকজন নৌকা নিয়ে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।