অবশেষে খোলা হলো সেই কমিউনিটি ক্লিনিক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০২ আগস্ট ২০২২
মির্জাপুরের রানাশাল কমিউনিটি ক্লিনিক

দীর্ঘদিন বন্ধের পর খোলা হলো মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল কমিউনিটি ক্লিনিক। মঙ্গলবার (২ আগস্ট) ওই ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সপ্তাহের শনি, মঙ্গল ও বুধবার স্বাস্থ্য সহকারী রেজাউল করিম ও প্রতি রোববার সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহানারা আক্তার ওই কমিউনিটি ক্লিনিকে সেবা দেবেন বলে জানা গেছে।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) জাগো নিউজে ‘কবে খোলা হবে রানাশাল কমিউনিটি ক্লিনিক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নজরে আসলে ক্লিনিকটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, রানাশাল কমিউনিটি ক্লিনিকে কর্মরত পরিবার কল্যাণ সহকারী ২০১১ এবং ২০১৬ সালে স্বাস্থ্য সহকারী বদলি হয়ে অন্যত্র চলে যান। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) চামেলী আক্তারও গত ১৩ মার্চ থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। এ কারণে ক্লিনিকটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকে। এতে ওই এলাকার মা-শিশুসহ অন্য রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

জানতে চাইলে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, রানাশাল কমিউনিটি ক্লিনিকে মাঝে মধ্যে স্বাস্থ্য সহকারী রেজাউল করিম চিকিৎসাসেবা দিতেন। মঙ্গলবার থেকে ওই ক্লিনিকে আপাতত সপ্তাহে চারদিন সেবা দেওয়া হবে। সিএইচসিপি চামেলী আক্তারের মাতৃকালীন ছুটি শেষ হলে তিনিও নিয়মিত সেবা দেবেন।

এস এম এরশাদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।