বিদ্যালয়ের ছাদে বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৫ আগস্ট ২০২২

ফেনীর পরশুরামে বিদ্যালয়ের ছাদে বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিদ্যালয়ের মাঠে গ্রামের শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে তাদের বল বিদ্যালয়ের একতলা ভবনের ছাদে পড়ে সেখানেই আটকে যায়। বলটি বিদ্যালয় ভবনের ছাদ থেকে কুড়িয়ে আনতে ভবন সংলগ্ন পতাকা স্ট্যান্ড বেয়ে ওপরে ওঠে পারভেজ।

বিদ্যালয়ের ছাদের এক পাশে প্রায় দুই ফুট ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইন টানা ছিল। বল কুড়ানোর সময় অবসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে পারভেজের হাত লেগে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি জানাজানি হলে পরশুরাম ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেন। পরে পরশুরাম থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

এদিকে ছেলের মরদেহ বিনা ময়নাতদন্তে পেতে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন মা পারভীন আক্তার।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ থানায় রাখা আছে। বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।