শ্যালিকা অপহরণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৭ আগস্ট ২০২২
ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে শ্যালিকা অপহরণের ঘটনায় দুলাভাই মাজহারুল ইসলাম জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল এ রায় দেন।

অভিযুক্ত জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ৭ অক্টোবর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে তার চাচাতো বোনের স্বামী মাজহারুল ইসলাম জুয়েল অপহরণ করেন। খবর পেয়ে মজনু মিয়া বাড়ির আশপাশের লোকজন নিয়ে জুয়েলকে বড়দরগাহ এলাকা থেকে আটক করেন। এরপর স্থানীয় চৌকিদারের সহযোগিতায় জুয়েলকে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। পরে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার রফিক হাসনাইন জাগো নিউজকে জানান, দীর্ঘদিন আদালতে মামলা বিচারাধীন থাকার পর রোববার জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার পর থেকে অপহৃত গৃহবধূ সেলিনা বেগমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

জিতু কবীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।