আড়িয়াল খাঁ নদ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৬ এএম, ১০ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

ফরিদপুরে আড়িয়াল খাঁ নদ থেকে এক নবজাতকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে ভাঙ্গা থানার চান্দ্রা ইউনিয়নের ফরমান চেয়ারম্যানের বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর ধারণা স্রোতের টানে লাশটি ভেসে এসেছে, হয়তোবা কেউ বাচ্চা জন্ম দেওয়ার পর চুরি করে বা হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, উদ্ধার করা নবজাতকের শরীরের অবস্থা এতটাই খারাপ যে লিঙ্গ নির্ধারণ করা যায়নি। মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।