গ্রামপুলিশ পেটানো যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

জামালপুরের মেলান্দহে দুই গ্রামপুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সোহানুর রহমান শাহীন নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত শাহীন মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত সোমবার (৮ আগস্ট) দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রামপুলিশ বুলেটের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে বুলেটকে কাঠ দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় আরেক গ্রামপুলিশ বিমল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে বুধবার (১০ আগস্ট) বিমল চন্দ্র দফাদার বাদী হয়ে অভিযুক্ত সোহানুর রহমান শাহীনকে প্রধান আসামি করে দুইজনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করেন।
ওসি আরও বলেন, মামলার পর থেকে সোহানুর রহমান শাহীন ও তার ভাই শাকিল পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ভুক্তভোগী গ্রামপুলিশ সদস্যরা
ঘটনার পর অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা সোহানুর রহমান শাহীন জাগো নিউজকে বলেছিলেন, বুলেটের বাড়ি আমার বাড়ির পাশেই। তাই অধিকার নিয়েই একটা চড় দিয়েছি। এছাড়া কিছুই না।
মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ জাগো নিউজকে বলেন, শুনেছি শাহীনের বিরুদ্ধে মামলা হয়েছে। যেহেতু বিষয়টি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী, তাই জেলা যুবলীগের মাধ্যমে কেন্দ্র বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। কেন্দ্র থেকে অনুমতি দিলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মারধরের ঘটনাটি ঘটে। ঘটনার পর ৯ আগস্ট সকালে আহত মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বুলেট (৩০) এবং বিমল চন্দ্রকে (৪০) মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস