সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কনক হাসান (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে। শনিবার (১৩ আগস্ট) রাতে ওই বখাটের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা।

কনক হাসান উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, নির্যাতিতা ওই স্কুলছাত্রী উপজেলার ডোয়াইল ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার সময় কনক হাসান প্রতিদিন তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। এনিয়ে স্কুলছাত্রীর বাবা বারণ করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুক্রবার দিনগত রাতে নির্যাতিতার বসতঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে মুখ বেঁধে ধর্ষণ করেন। এসময় স্কুলছাত্রীর চিৎকারে মা-বাবা পাশের রুম থেকে দৌড়ে আসলে কনক পালিয়ে যান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জাগো নিউজকে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. নাসিম উদ্দিন, জামালপুর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।