চুলায় থাকা গরম ডালে পড়ে প্রাণ গেলো শিশুর

পিরোজপুরের নাজিরপুরে গরম ডালের হাঁড়িতে পড়ে ঝলসে নুরজাহান খানম (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ আগস্ট) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নুরজাহান খানম উপজেলার সদর বাজারের হোটেল ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের মেয়ে।
শিশুটির বাবা জালাল উদ্দিন জানান, গত ৬ আগস্ট সকালে অসাবধানতাবশত শিশুটি দৌড়াতে গিয়ে চুলার ওপর থাকা গরম ডালের মধ্যে পড়ে ঝলসে যায়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরের দিকে তার মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফা কায়সার বলেন, শিশুটির শরীরের ঝুঁকিপূর্ণ স্থানসহ ৩০ ভাগ পুড়ে গিয়েছিল। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এসআর