লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৮ আগস্ট ২০২২
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার (৪) ও রিজু আক্তার (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শায়েস্তানগর ও মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ফারিয়া শায়েস্তানগর গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে। অপর নিহত রিজু মহাদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, ফারিয়া সকালে বাড়ির উঠানে খেলছিল। তখন পরিবারের লোকজন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখা যায়। খেলতে গিয়েই পুকুরের পানিতে ফারিয়া পড়ে ডুবে যায় বলে স্বজনদের ধারণা।

এদিকে রিজুর মা নেহার বেগম রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই রিজু খেলছিল। ঘর থেকে একটু দূরেই বাড়ির পুকুর। কিছুক্ষণ পরে রিজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এর আগেই বেড়ির উঠান পেরিয়ে রিজু পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তন্ময় কুমার পাল জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, বিষয়টি আমাদের জানানো হয়নি। তাদের সঙ্গে কথা বলে দুই শিশুর মৃত্যুতে অপমৃত্যুর মামলা হবে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।