ইটের গুঁড়া-রং মিশিয়ে মসলা তৈরি, ৪ কারখানা সিলগালা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৯ আগস্ট ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে ইটের গুঁড়া ও ক্ষতিকারক রং মিশিয়ে মসলা তৈরির অভিযোগ চার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ।

jagonews24

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এসময় হলুদের গুঁড়ার মধ্যে নিম্নমানের চাল, মরিচের সঙ্গে ক্ষতিকারক রঙ ও ইটের গুঁড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরি করা হয়। এসময় চারটি কারখানা থেকে দুই হাজার কেজি হলুদের গুঁড়া, ৫০০ কেজি মরিচের গুঁড়া ও ২০ বস্তা পচা মরিচ জব্দ করা হয়। পরে ওই চারটি কারখানা সিলগালা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুলহাস হোসেন সৌরভ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।