ফ্রিজের বাসি খাবার খেয়ে মারা গেলো বড় বোনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৫১ এএম, ১৯ আগস্ট ২০২২
ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে সাথী আক্তার (১৪) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার একই ঘটনায় তার ছোট ভাই সৌরভ মিয়া (৬) ও ছোট বোন খাদিজা আক্তার (৫) মারা যায়।

তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারিকান্দি গ্রামের শওকত দেওয়ানের সন্তান।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জাজিরা উপজেলার মুলাই ব্যাপারীকান্দি এলাকার রওশনা বেগম ফ্রিজে থাকা খাবার (বিরিয়ানি) গরম করে দেবরের তিন সন্তান সৌরভ, খাদিজা ও সাথীকে দেন। ওই বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে। রাতে তাদের অবস্থার অবনতি হলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সৌরভ ও খাদিজা মারা যায়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাথীও মার যায়।

নিহতদের ফুফা বাদশা মাদবর বলেন, শওকত দেওয়ান ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কারও সঙ্গে তাদের শত্রুতা নেই। এমন মৃত্যু আমরা মানতে পারছি না। কোথা থেকে কী হলো বুঝতে পারছি না।

বিলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন, বিষয়টি রহস্যজনক। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্বজনদের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার মতো নয়। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

মো. ছগির হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।