সব ধর্মাবলম্বীদের নিরাপদ আশ্রয়স্থল শেখ হাসিনা: শ ম রেজাউল
শোভাযাত্রায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ধর্মের মানুষের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে পিরোজপুরের শ্রীরামকাঠি বাজারে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীই সব ধর্মের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছেন। এছাড়া তিনি ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করেছেন। শুধু তাই নয়। তিনি হিন্দু সম্প্রদায়ের অর্পিত সম্পত্তি সম্পর্কিত জমির স্থায়ী সমাধান করে দিয়েছেন।
শ ম রেজাউল আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় হিন্দু কল্যাণ ট্রাস্টে ২০০ কোটি টাকা রয়েছে। এছাড়া মুসলমানদের মতো হিন্দু সম্প্রদায়ের মানুষও ধর্মীয় কাজের জন্য রাষ্ট্র থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।
এসজে/জিকেএস