বাবার হাত ধরে থাকা অবস্থাতেই পিকআপচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২০ আগস্ট ২০২২

লক্ষ্মীপুরে বাবার হাত ধরে মাদরাসায় যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় সাইমন হাসান রনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাইমন একই ইউনিয়নের চরমনসা গ্রামের হাফিজ উল্যার ছেলে ও একই এলাকার বাহারুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্য এক শিশুসহ সাইমুনকে মাদরাসায় রাখতে যাচ্ছিলেন হাফিজ। এ সময় হাফিজ তার দুই হাতে দুইজনকে ধরে ছিলেন। হঠাৎ মালবাহী একট পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো পাশে গিয়ে সাইমনকে চাপা দেয়।

Chield-(2)

স্থানীয়দের ভাষ্যমতে, বাবার হাত ধরে থাকা অবস্থায়ই পিকআপটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় পিকআপটি রাস্তার পশে পড়ে গেলে চালক পালিয়ে যায়। তবে দুর্ঘটনায় হাফিজ ও অন্য শিশুর কোনো ক্ষতি হয়নি।

হাফিজ উল্যা বলেন, হাসিমুখে মাদরাসায় যাওয়ার জন্য ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম। ঘাতক পিকআপটি আমার হাত থেকে সাইমনকে ছো মেরে কেড়ে নিয়ে মেরে ফেলেছে। আমার ছেলেটি কান্নাও করতে পারেনি। সঙ্গে সঙ্গে মারা গেছে। এমন মৃত্যু দেখে আমি কিভাবে বাঁচবো।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।