ভৈরবে মূল্যতালিকা না থাকায় সাত দোকানির জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২০ আগস্ট ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে মূল্যতালিকা না থাকায় সাত দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভৈরব বাজারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকায় ও রাস্তা দখল করে দোকান দেওয়ায় সাত দোকানিকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কাপড় পট্টি, মিষ্টি পট্টি এলাকায় কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি মরিচ, ১০০ কেজি হলুদ ও ১০০ কেজি মসলা জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে জব্দ মালামাল ধ্বংস করা হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।