জাজিরা হাসপাতালে ৫ বছর পর সিজারিয়ান চালু
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চালু হয়েছে এই সেবা। এর আগে সিজারিয়ান প্রয়োজন হলে প্রসূতিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হতো। এতে অর্থব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির সম্মুখীন হতে হতো।
রোববার (২১ আগস্ট) বিকেল ৩টায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান করা হয়। এতে জাজিরা পৌরসভার ফকির মাহমুদ আকনকান্দি গ্রামের মো. খলিল ব্যাপারীর স্ত্রী শ্রাবনী আক্তার (৩০) এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশু সুস্থ আছে বলে জানা গেছে।
সিজারিয়ান অপারেশনে প্রধান সার্জন হিসেবে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। তাকে সহযোগিতা করেন গাইনি বিশেষজ্ঞ ডা. সায়লা নাজনিন, অ্যানেস্থেসিস্ট ডা. সালাউদ্দিন আহম্মেদসহ অন্যান্য কর্মীরা।
ডা. মাহমুদুল হাসান বলেন, মানুষের দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চালু হয়েছে এই সেবা। আন্তরিক ধন্যবাদ জানাই আমার টিমকে। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে নানা সীমাবদ্ধতার মাঝেও সিজারিয়ান সেকশন চালু করা সম্ভব হলো। কার্যক্রমটি সফলভাবে ধরে রাখার জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
মো. ছগির হোসেন/এমআরআর/জিকেএস