মাছের ড্রামে গাঁজা পাচার
কিশোরগঞ্জের ভৈরবে মাছের ড্রামে করে গাঁজা পাচারে সময় হাসান মিয়া (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় ৪৫ কেজি গাঁজাসহ একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।
রোববার (২১ আগস্ট) বিকেলে সাড়ে ৩টার দিকে পৌরশহরের ভৈরবপুর উত্তরপাড়ায় মেঘনা সিএনজি ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক হাসান মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. বরকত মিয়ার ছেলে।
র্যাব জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে দুর্জয় মোড়ের মেঘনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় মাছ সরবরাহ করা মিনিট্রাক থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও ট্রাকটি জব্দসহ মাদক কারবারিকে আটক করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
এসআর/জিকেএস