আন্দোলন প্রত্যাহারের পরও মিটিং-মিছিলে চা শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২২ আগস্ট ২০২২

 

১২০ টাকা মজুরিতেই কাজে ফেরার সিদ্ধান্ত হলেও বিভিন্ন চা বাগানে জড়ো হয়ে মিটিং-মিছিল অব্যাহত রেখেছেন সাধারণ চা শ্রমিকরা। সোমবার (২২ আগস্ট) মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান ঘুরে এমনটাই দেখা যায়।

তারা বলছেন, ‘প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।’

রাজনগর চা বাগানের চা শ্রমিক নেতা লাচনা পাশি জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করি না।

আন্দোলন প্রত্যাহারের পরও ফের মিটিং-মিছিলে চা শ্রমিকরা

চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপংকর ঘোষ জাগো নিউজকে বলেন, লংলা ভ্যালির করিমপুর, ইটা, উদনা, মাথিউরা, রাজনগর ও লুহাইউনি চা বাগানের শ্রমিকরা দুপুর পর্যন্ত কাজে যোগ দেননি।

বিষয়টি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জাগো নিউজকে বলেন, সিদ্ধান্তে ম্যাসেজ পৌঁছাতে হয়ত একটু দেরি হচ্ছে। দুপুরের পর কিছু কিছু বাগানের শ্রমিকরা কাজে যোগ দেবে। আগামীকালের মধ্যে সব বাগানের শ্রমিকরা কাজে যাবেন।

রোববার (২১ আগস্ট) মধ্যরাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিক নেতা ও প্রশাসন মিলে এক বৈঠকে আগের মজুরিতে বাগানে কাজে ফেরার সিদ্ধান্ত হয়। এতে চা-শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন।

আব্দুল আজিজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।