ভারতীয় ব্র্যান্ড নকল করে চাল বাজারজাত, জরিমানা সোয়া লাখ টাকা
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় ভারতীয় ব্র্যান্ড নকল করে চাল বাজারজাতের অপরাধে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি দামে চাল বিক্রি করায় আরেক ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা ও বেশি দামে চাল বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স একতা ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্লাস্টিকের বস্তায় ভারতীয় ব্র্যান্ড নকল করে চাল বাজারজাত করণের অপরাধে মেসার্স দেশ বাংলা অটোরাইস মিলকে ৬০ হাজার ও মেসার্স সততা অটোরাইস মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান এবং জীবননগর থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
সালাউদ্দীন কাজল/এসজে/এএসএম