নারায়ণগঞ্জে চা শ্রমিকদের পক্ষে গানের মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৩ আগস্ট ২০২২

চা-শ্রমিকদের পক্ষে নারায়ণগঞ্জে ব্যতিক্রম কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। চা-শ্রমিকদের দাবি ও তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে গানের মিছিল করেছেন তারা।

শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বঙ্গবন্ধু সড়ক হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এই কর্মসূচি পালন করেন তারা।

গানের মিছিলে চা-শ্রমিকদের দাবির পক্ষে বিভিন্ন গান পরিবেশন করা হয়। মিছিল শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। শিল্পীদের একের পর এক গান আর বক্তাদের বক্তৃতায় মুখরিত হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ।

সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারহানা মনিক মুনা বলেন, ‘আমরা চা-শ্রমিকদের পক্ষে গান গাচ্ছি কথা বলছি। আমরা যে চা পান করি সেই চা-শ্রমিকদের পক্ষে কথা বলছি। চা-শ্রমিকদের প্রতিদিনের মজুরি দেওয়া হয় ১২০ টাকা। যে বাংলাদেশে ১ কেজি মোটা চাল ৫০ টাকা, ১ কেজি ডালের দাম ১৪২ টাকা, ১ লিটার সয়াবিন তেলের দাম ১২৫ টাকা ও এক হালি ডিমের দাম ৪৮ টাকা। সেই বাংলাদেশে এই মানুষগুলো শুধু ডাল-ভাত-ডিম খেয়ে জীবনযাপন করলেও ৩০০-৩৫০ টাকা মজুরি প্রয়োজন হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মুন্নি সরদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি চিত্রা ঘোষ পরম, সাধারণ সম্পাদক সংহতি ঘোষ রমা, শিল্পী অমল আকাশ, দিনা তাজরীন, কবি আহমেদ বাবলু, আরিফ বুলবুল ও শিক্ষক শওকত আলীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।