ভিক্ষুককে ধর্ষণের পর হত্যা, দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৪ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের আড়াইজারে ধর্ষণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাশেম ও বাবুল হোসেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বলেন, অজ্ঞাত ভিক্ষুক নারীকে ধর্ষণের পর তার ছেলে শিশুসহ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০১১ সালের ৬ মার্চ আড়াইহাজারের দড়িগাঁও এলাকায় ২৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করে তার চার বছরের ছেলেসহ দুজনকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে দুজন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সে মামলার বিচার শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।