ফতুল্লায় ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৫ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করায় রিপন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লার কোতালের বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিপন কোতালেরবাগ মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মো. ইউনুসের ছেলে। এর আগে সকালে ভুক্তভোগী কিশোরীর খালা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

জানা যায়, কিশোরীর বাবা মা দু’জনই মারা গেছেন। এ অবস্থায় কিশোরী তার বড় খালার সঙ্গে বসবাস করতো। এক মাস আগে কোতালেরবাগ এলাকার ছোট খালার ভাড়া বাসায় আসে। তার ছোট খালা ও স্বামী দুইজনই গার্মেন্টসে চাকরি করে। একই বাড়িতে অভিযুক্ত রিপনও বসবাস করতো। গত ২২ আগস্ট ভুক্তভোগী কিশোরীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রিপন পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, প্রধান আসামি রিপনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।