পিরোজপুরে হাজার টাকার ৫০ জাল নোটসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৭ আগস্ট ২০২২
জাল নোটসহ গ্রেফতার কামাল সিকদার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক হাজার টাকার ৫০টি জাল নোটসহ কামাল সিকদার (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার ইকরি ইউনিয়নের আতর খালী গ্রামের জালাল হাওলাদারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল সিকদার উপজেলার পূর্ণ ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে।

পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আসলাম উদ্দিন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জালাল হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার টাকার ৫০টি জাল নোটসহ কামাল সিকদারকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কামালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ভান্ডারিয়া থানায় মামলা করেছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।