সরকার উন্নয়নের নামে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত: প্রিন্স

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৭ আগস্ট ২০২২

সরকার দেশে উন্নয়নের নামে লুটতরাজ করে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত বলে দাবি করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তারা জনগণের টাকা লুটতরাজ করে বিদেশে পাচার করছে। যার ফলে দেশে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ আগস্ট) কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত, দ্রব্যমূল্যের অসহনীয় মূল্যবৃদ্ধি, লোডশেডিং, সারাদেশে ‘লাগামহীন দুর্নীতি’, মিথ্যা মামলায় হয়রানিসহ মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরকার উন্নয়নের নামে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত: প্রিন্স

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে আসছে। দেশে বড় বড় উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগণের টাকা আত্মসাৎ করে সরকারের বিভিন্ন মন্ত্রী ও নেতারা নিজের ভাগ্য পরিবর্তনে বিদেশে পাচার করেছে। যার ফলে দেশে অর্থনীতির অবস্থা শ্রীলঙ্কার মতো হয়ে গেছে। সরকার আর কোনো উপায় না পেয়ে দিনদিন দেশে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এতে দেশের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা একবেলা খেয়ে কোনোরকম দিন পার করছে।

সরকার উন্নয়নের নামে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত: প্রিন্স

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, রুহুল আমিন আকিল, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মিয়া, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. শাহিন প্রমুখ।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।