সারের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৯ আগস্ট ২০২২

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে সারের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা বাজারে অভিযান চালিয়ে দোকান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

তিনি জানান, দুটি সারের দোকানে মনিটরিংকালে দেখা যায়, মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে। ইউরিয়া সারের বিক্রয় মূল্য প্রতি কেজি ২২ টাকা হলেও কৃষকদের কাছ থেকে কেজিতে ৬-৮ টাকা করে বেশি নিচ্ছিল দোকান দুটি। এ অপরাধে একটি দোকানকে তিন হাজার ও আরেকটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরাফাতে রায়হান সাকিব/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।