মুন্সিগঞ্জে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২২

মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের তত্ত্বাবধানে ও ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় বন্যা উপদ্রুত এলাকায় খাদ্য ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের জামিয়া ওয়াহিদিয়া মাতিনিয়া কাজির পাগলা মাদরাসা মাঠে ও মেদিনিমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

চাল, ডাল, তেল, লবণ, চিড়া, মুড়ি ও পানিসহ প্রতি প্যাকেটে প্রায় ১২ কেজি খাদ্যসামগ্রী ছিল।

উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ১৯ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান, ক্যাপ্টেন এ এস এম সাজিদ, লেফটেন্যান্ট তানজিমুল হাসান হাউলদার প্রমুখ।

এরআগে লৌহজংয়ের কুমারভোগে তিনটি পরিবারকে ঢেউটিন ও ৩০টি পরিবারের জন্য একটি করে গভীর নলকূপ দেওয়া হয়।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।