দিনাজপুরে দুই চালকল মালিককে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৯ আগস্ট ২০২২
চালকলে অভিযান চালান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুই অটো রাইস মিলের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে বোচাগঞ্জের সালেহা অটোরাইস মিল এবং তুরাই অটোরাইস মিলে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

খোঁজ নিয়ে জানা যায়, ২৮ চালের বস্তায় বিআর ২৯ চাল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে সালেহা অটো রাইস মিলকে ১ লাখ টাকা ও বিআর ২৮ চালের নাম পরিবর্তন করে জিরাশাইল লিখে মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে তুলাই অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জাগো নিউজকে বলেন, আমাদের কাছে এমন প্রতারণার খবর আরও আছে। সেগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।

এমদাদুল হক মিলন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।