ফেসবুকে সরকার নিয়ে নেতিবাচক মন্তব্য, পদ হারালেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩১ আগস্ট ২০২২

ফেসবুকে দলীয় ব্যক্তিবর্গ ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নেতিবাচক মন্তব্য করায় জামালপুরের ইসলামপুর উপজেলার ১০নং গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহাম্মেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান শান্ত ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০নং গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহাম্মেদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ব্যক্তিবর্গদের নিয়ে মন্তব্য এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নেতিবাচক মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

এছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

ফেসবুকে সরকার নিয়ে নেতিবাচক মন্তব্য, পদ হারালেন ছাত্রলীগ নেতা

সাময়িক বহিষ্কারের সত্যতা স্বীকার করে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত জাগো নিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নেতিবাচক মন্তব্য করে সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ নিয়ে গত ৩৮ দিনে জামালপুরে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ নেতাকর্মীকে শৃঙ্খলা ভঙ্গের কারণে সামায়িক বহিষ্কার করা হয়েছে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।