কিশোরগঞ্জে উলফা নেতা মেজর রঞ্জনসহ দুজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৩১ আগস্ট ২০২২

কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ভারতীয় নাগরিক উলফা নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ওরফে প্রদীপ রায় (৪৭) ও তার সহযোগী প্রদীপ মারাককে (৪৭) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

jagonews24

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মেজর রঞ্জন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা। প্রদীপ শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের বাসিন্দা।

jagonews24

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আবেদীন হাসপাতালের সামনে থেকে মেজর রঞ্জন ও তার সহযোগী প্রদীপ মারাককে গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।  

এ ঘটনায় র‍্যাব-৯ ভৈরব ক্যাম্পের ডিএডি করিম উল্লাহ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে র‍্যাবের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ২০১০ সালের ২৯ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।

নুর মোহাম্মদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।