ভৈরবে ৮ তলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ৩১ আগস্ট ২০২২
ভবনের সামনে পড়ে আছে নারীর মরদেহ

কিশোরগঞ্জের ভৈরবে ভবনের ছাদ থেকে পড়ে তানিয়া ইয়াসমিন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের আবু তাহের মিয়ার মালিকানাধীন সাহারা টাওয়ার নামের আট তলা ভবনে এ ঘটনা ঘটে। তানিয়া উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মো. ইমরান মিয়ার স্ত্রী। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পৌর শহরের সাহারা টাওয়ারের উত্তর দিকে হঠাৎ বিকট একটি শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। দেখেন একটি নারীর দেহ মাটিতে পড়ে আছে। স্বামী স্কুল শিক্ষক ইমরান মিয়া ছুটে এসে স্ত্রীর পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

jagonews24

এ বিষয়ে তানিয়ার স্বামী ইমরান মিয়া বলেন, ‘আমি একজন স্কুল শিক্ষক। দুই ছেলে-স্ত্রীকে নিয়ে পৌর শহরের কমলপুর এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার স্ত্রী মাঝে মধ্যই বাসা থেকে বের হয়ে নাটালের মোড় ব্রিজ এলাকায় আসতো। এরপর খুঁজে বাসায় নিয়ে যেতাম।’

তিনি আরও বলেন, ‘আজ ক্লাস শেষে বাসায় ফোন দিলে বড় ছেলে ফোন ধরে বলে মা কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে গেছে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে স্ত্রীকে খুঁজতে বের হই। পরে সাহারা টাওয়ারের সামনে এসে দেখি স্ত্রীর নিথর দেহ মাটিতে পড়ে আছে। সে দীর্ঘ ১২ বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিল।’

ভৈরব সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার রেজুয়ান দিপু জাগো নিউজকে বলেন, পৌর শহরের আট তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। ভবনের ছাদে নিহতের জুতা পাওয়া গেছে। তবে তার স্বামীর দাবি তিনি দীর্ঘ ১২ বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেতেন। তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।