পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে হামলা, আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩১ আগস্ট ২০২২

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলারে ইন্দেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

দেশব্যাপী লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বিএনপির অঙ্গসংগঠন পিরোজপুর জেলা জাসাসের আহ্বায়ক জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল ইসলাম সজল, জাসাস নেতা রিয়াজ মাহমুদ, ছাত্রদল নেতা পরাগ সরদারসহ প্রায় ২৫ নেতাকর্মী আহত হন। গুরুতর আহত প্রায় ১৫ থেকে ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ট্রলার নিয়ে নদীপথে সভাস্থলে যাওয়ার সময় আমাদের ওপর ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় পিরোজপুর জেলা জাসাসের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল ইসলাম সজলসহ আমাদের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর ১৫ থেকে ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এদিকে, অভিযোগ অস্বীকার করে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শহিদ উল আহসান বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির নেতাকর্মীরা নিজেরা মারামারি করে অন্যের ওপর দোষ চাপায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি দিয়ে স্লোগান দিলে আমাদের দলের নেতাকর্মীরা চুপ করে থাকবে না।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, তেমন কোনো হামলার ঘটনাই ঘটেনি। কেউ কোনো অভিযোগও করেনি। বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।