নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিদ্যালয়ে টিয়ারশেলের ধোঁয়ায় আহত ১০ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:২০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় আহত হয়েছেন নগরীর মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১০-১২ জন শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত ৪-৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলের পাশেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকিয়ে ফেলি। কিন্তু শ্রেণিকক্ষের বাইরে ছিল এমন ১০-২০ শিক্ষার্থী আহত হয়েছে। টিয়ারশেলের ধোঁয়ায় তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে ৪-৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

jagonews24

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। আহত হয়েছেন শতাধিক মানুষ।

নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

jagonews24

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ।

মোবাশ্বির শ্রাবন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।