স্ত্রীর স্বীকৃতি পেতে ৬ দিন ধরে তরুণীর অনশন
জামালপুরের ইসলামপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে গত ৬ দিন ধরে অনশন করেছেন এক তরুণী। গত শনিবার (২৭ আগস্ট) উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চর এলাকার মো. নাজমুল মিয়ার বাড়িতে অনশনে করছেন তিনি।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, ৭-৮ বছর আগে মামলার আসামি হয়ে ওই তরুণীদের বাড়িতে আসে নাজমুল। সেখানে তার সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। বিয়ের পর পাঁচ মাস সেখানে সংসারও করেন তারা। নাজমুল চাকরির কথা বলে ওই তরুণীর পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে বিদেশে চলে যান। এরপর থেকে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যান। এর আগে একাধিকবার নাজমুলের খোঁজ নিতে বাড়িতে গেলেও হতাশ হয়ে তিনি ফিরে যান।
ভুক্তভোগী ওই তরুণী জানান, নাজমুল বিদেশ চলে যাওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার খোঁজ নিতে একাধিকবার বাড়িতে আসলে শ্বশুর ও মামা হুমায়ুন মাস্টারসহ এলাকার লোকজন মীমাংসার কথা বলে আমাকে বাড়িতে পাঠিয়ে দেনে। কোনো সুরাহা না পেয়ে ছয়দিন ধরে স্বামীর বাড়িতে এসেছি।
এ বিষয়ে স্থানীয় মাতব্বর বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ পারুল বলেন, মেয়েটি আমার কাছে একাধিক বার এসেছে। বার বার মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু ছেলের পরিবার থেকে মীমাংসা হয়নি। তবে আজকে বিষয়টি সুরাহার জন্য বসা হয়েছে।
চরপুটিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান জাগো নিউজকে বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি, তাই জানি না।
এ বিষয়ে ডিক্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এজিএম মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে কিছু জানি না। যদি মেয়েটি অভিযোগ দেয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম