করিমগঞ্জে ডিলারের গোডাউনে থেকে ৮২৬ বস্তা সার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জের করিমগঞ্জে সার ব্যবসায়ীর গোডাউন থেকে ৮২৬ বস্তা ডিএপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুতের অপরাধে মোাস্তফা কামাল নামের ওই ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়কা ইউনিয়নের নানশ্রী বাজারের সার ও বীজের পরিবেশক তামান্না ট্রেডার্সের মালিক মোস্তফা কামালের বাড়ির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউন থেকে ৮২৬ বস্তা সার জব্দ করা হয়। পরে মোস্তফা কামালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।

নূর মোহাম্মদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।