নারায়ণগঞ্জে শাওন নিহতের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্ব) রাতে নিহত শাওনের বড় ভাই মিলন বাদী হয়ে এ মামলা করেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আমীর খসরু মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে বলেন, শাওনের বড় ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞাত।
তবে এ বিষয়ে মামলার বাদী মিলনের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জাগো নিউজকে বলেন, মামলা হয়েছে। তরে এর বেশি কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ ঘটনায় ১৫ পুলিশ সদস্য ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মারা যায় শাওন।
বিএনপির নেতাকর্মীরা শাওনকে প্রথম থেকেই যুবদলের কর্মী হিসেবে দাবী জানালেও বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা শাওনকে যুবদলের কর্মী বলতে অস্বীকার করে। সেই সঙ্গে শাওনকে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ভাতিজা হিসেবে দাবি করছেন।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম