মন্ত্রীর গাড়ি বহরে দুর্ঘটনায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

পিরোজপুরের নাজিরপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের গাড়ি বহরে থাকা মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগের সাত নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রুহিতলা বুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার বানিয়ারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪১), দিঘীরজান গ্রামের রমনী মজুমদারের ছেলে অনুপ মজুমদার (২৩), সোহরাব শেখের ছেলে মুক্তা শেখ (৪০), বরইবুনিয়া গ্রামের তামজেদ শেখের ছেলে মামুন শেখ (৩০), আফতাব শেখের ছেলে এমাদুল শেখ (৩২), আ. সমেদ শেখের ছেলে তৌকির আহম্মেদ শেখ (৩৪) ও যুগিয়া গ্রামের আ. হাকিম শেখের ছেলে ফায়েক শেখ (৪৬)।

ওই গাড়ির বহরে থাকা উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার জানান, বেলা ১১টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ঢাকা থেকে সড়কপথে নাজিরপুরে ফিরছিলেন। তাকে নিয়ে নেতাকর্মীরা আসার পথে উপজেলার রুহিতলা বুনিয়া এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ফায়েক শেখ নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।