ফুটবল টুর্নামেন্ট
ছেলের বাবাদের কাছে হারলেন ছেলে-মেয়ের বাবারা
জামালপুরের সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ছেলের বাবা, মেয়ের বাবা এবং মেয়ে ও ছেলের বাবাদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম খেলায় ছেলের বাবাদের কাছে মেয়ে ও ছেলের বাবার দল তিন দুই গোলে পরাজিত হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মনসুরনগর ইউনিয়নের এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর।
স্থানীয় সূত্র জানায়, ডিজিটাল যুগে এখন আর এলাকার তরুণরা মাঠে এসে খেলা উপভোগ করতে চায় না। তারা সারাদিন শুধু মোবাইলের নেশায় আসক্ত থাকে। তাই সুস্থ বিনোদনের উদ্দেশ্যে এলাকার সাবেক ফুটবলাররা ছেলের বাবা, মেয়ের বাবা এবং মেয়ে ও ছেলের বাবাদের নিয়ে ব্যতিক্রমধর্মী এ খেলার আয়োজন করে। টুর্নামেন্টের প্রথমদিনে ছেলের বাবাদের সঙ্গে মেয়ে ও ছেলের বাবারা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ছেলের বাবাদের কাছে তিন দুই গোলে মেয়ে ও ছেলের বাবারা পরাজিত হন। ব্যতিক্রমধর্মী এ খেলাটি উপভোগ করতে মাঠের দুই পাশে শত শত দর্শক ভিড় করেন।

আয়োজক কমিটির সদস্য আলামিন হোসেন জাগো নিউজকে বলেন, তাদের এলাকার প্রায় সব তরুণ মোবাইলে আসক্ত। তারা এখন আর মাঠে আসে না। তাই এ এলাকার সাবেক ফুটবলাররা চিন্তা করেছেন নতুন প্রজন্ম যেন খেলাধুলার প্রতি উৎসাহিত হয়। এ কারণে এই বিনোদনমূলক খেলার আয়োজন।
কথা হয় মনসুর নগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহরের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, এমন ব্যতিক্রমধর্মী খেলা এটাই মনে হয় বাংলাদেশে প্রথম। খেলাটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এলাকার মানুষ উপভোগ করেছে।
টুর্নামেন্টের বাকি খেলাগুলো যথাক্রমে ৪, ৫, ৭, ৮ ও ১০ সেপ্টেম্বর এবং সর্বশেষ ফাইনাল খেলা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
নাসিম উদ্দিন/এফএ/এমএস