চুয়াডাঙ্গায় নকল প্রসাধনী ধ্বংস, জরিমানা ৫০ হাজার টাকা
চুয়াডাঙ্গায় অনুমোদনহীন এবং নকল প্রসাধনী বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় লক্ষাধিক টাকার সকল পণ্য ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান চালান।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার মেসার্স টনি এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে দেশে অনুমোদন নেই এমন বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ নামিদামি কোম্পানির প্রসাধনী ক্রিম পাওয়া যায়। বিদেশে উৎপাদন লেখা থাকলেও দেশেই গোপনে এসব নকল পণ্য তৈরি করা হয়েছে। পরে এসব নকল প্রসাধনী ধ্বংস করে মেসার্স টনি এন্টারপ্রাইজের মালিক এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, একজন ডিলার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নামে নকল ও অবৈধ প্রসাধনী ক্রিম বিক্রি করছেন। বেশিরভাগ ক্রিম তিনি নিয়ে আসেন পটুয়াখালী, কুষ্টিয়া ও রাজশাহী থেকে। ক্রিমগুলোতে লেখা আছে, মেড ইন ইন্ডিয়া, চায়না বা মিশর। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো বাংলাদেশেই তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সরকারে অনুমোদনহীন, বিক্রয় নিষিদ্ধ এসব পণ্য তিনি আড়ালে বিক্রি করছিলেন। আমরা হাতেনাতে এগুলো জব্দ করেছি। ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় লক্ষাধিক টাকার নকল ও অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে।
সালাউদ্দীন কাজল/এমআরআর/এএসএম