ভাঙছে কাথুরিয়া গ্রাম, সরিয়ে নেওয়া হচ্ছে বসতভিটা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

শরীয়তপুরে বাড়তে শুরু করেছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গনের তীব্রতা বেড়েছে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া গ্রামে। আতংকে বসতভিটা সরিয়ে নিচ্ছেন এলাকার মানুষ।

ভাঙনকবলিত এলাকা ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে পদ্মার পানি বাড়ছে। এতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জাজিরা উপজেলা পালেরচর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। থেমে থেমে ভাঙছে পদ্মার পাড়।

ভাঙন আতংকে গত এক সপ্তাহে কাথুরিয়া গ্রামে অন্তত ২০টি ঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নদীর গর্ভে চলে গেছে কয়েক একর ফসলি জমি, গাছপালা ও অন্যান্য স্থাপনা। নিজেদের সব হারিয়ে অন্যের ভিটে ভাড়া নিয়ে থাকছে অনেক পরিবার।

jagonews24

ভাঙনের ঝুঁকিতে রয়েছে গ্রামের ২০০ পরিবার। সরিয়ে নেওয়া হচ্ছে এলাকার বিদ্যুতের খুঁটিও। ভাঙন রোধে এখনো কোনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙনকবলিত ৫০টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এদিকে পালেরচর ইউনিয়নসহ বড়কান্দি, পূর্বডামুড্যা, গোসাইরহাট ও তুলাসার ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী কয়েকটি গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

jagonews24

ভাঙনকবলিত কাথুরিয়া গ্রামের বাসিন্দা মজিবুর হাওলাদার, আবু কালাম ব্যাপারী, হামিদা আক্তার বলেন, ‘বেশ কয়েক বছরের ভাঙনে আমাদের ফসলি জমি, গাছপালা ও বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যতটুকু ছিল গত এক সপ্তাহে আবার তীব্র ভাঙনে বাপ-দাদার ভিটেটুকু হারাতে বসেছি। এক সপ্তাহে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। গ্রামের অন্তত ২০টি ঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও ২০০ পরিবার। আমরা চাই ভাঙন রোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক।’

jagonews24

পালেরচর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ লিটন বলেন, কাথুরিয়া এলাকায় আবার ভাঙন শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

jagonews24

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি বাড়ায় জাজিরা উপজেলার পালেরচর ও বড়কান্দি ইউনিয়ন পদ্মা তীরবর্তী অংশে ভাঙন দেখা দিয়েছে। আগের ফেলানো জিওব্যাগ ও জিওট্যাপ সরে যাচ্ছে। তবে ভাঙন রোধে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

মো. ছগির হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।