ভৈরবে তিন কয়েল কারখানা সিলগালা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন ব্যান্ডের মশার কয়েল উৎপাদন করার দায়ে তিনটি কারখানাকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের চন্ডিবের, কালিপুর ও লক্ষ্মীপুরের বিভিন্ন কয়েল কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

পৌরশহরের গাছতলা ঘাট ব্রিজের সংলগ্ন এলাকার ওমেগা কয়েল কারখানাকে ৮০ হাজার, কালিপুরের জাকির কয়েল কারখানাকে ৫০ হাজার এবং লক্ষ্মীপুরের আনোয়ার কয়েল কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ।

তিনি বলেন, তিনটি মশার কয়েল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। যে কারণে কারখানার মালিকদের এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা ও কারখানা সিলগালা করা হয়।

রাজীবুল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।