১০০% ডিসকাউন্টের নামে মিথ্যা বিজ্ঞাপন, জরিমানা ১০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
সিঙ্গার শো-রুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে গাইবান্ধা সদর উপজেলায় সিঙ্গার শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

jagonews24

তিনি বলেন, সিঙ্গার শো-রুমে ১০০% ডিসকাউন্টের নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের আকৃষ্টের চেষ্টা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ওই শো-রুমে অভিযান চালানো হয়। এ সময় মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।