উপ-নির্বাচন: ৬৫ ভোটে নৌকাকে হারিয়ে বিদ্রোহী প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মহসিন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম মহসিন (চশমা প্রতীক) বিজয়ী হয়েছেন। ৬৫ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইব্রাহিম ফারুক (নৌকা প্রতীক) পরাজিত হন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এ বছরের ৭ ফেব্রুয়ারি নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন ব্যাপারী বিজয়ী হন। তবে শপথ নেওয়ার আগেই ১২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেল নৌকার উঠান বৈঠকে ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

আব্দুস সালাম আরিফ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।