হাইমচরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

চাঁদপুরের হাইমচরে গ্রীষ্মকালীন মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার ৭ (সেপ্টেম্বর) দুপুরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

jagonews24

স্থানীয় সূত্র জানায়, প্রতিযোগিতায় ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনে বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে খেলে আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসা। টাইব্রেকারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার শিক্ষক মো. রুবেল হোসেনসহ দুই শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাইব্রেকারের সময় মাঠের বাইরের কিছু দর্শক বাজে মন্তব্য করেন। এ সময় শিক্ষক রুবেল হোসেন তাদের বাজে কথা না বলতে অনুরোধ করেন। এতে তারা ওই শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেন। একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

jagonews24

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মীর হোসেন বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও আলগী বাজার সিনিয়র মাদরাসার খেলার মাঝে সংঘর্ষ হয়েছে। এতে এক শিক্ষকসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই দুই প্রতিষ্ঠানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। টুর্নামেন্টের অন্যান্য দলগুলোর মধ্যকার খেলা ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে।

নজরুল ইসলাম আতিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।