ভৈরবের আড়তে ১২ কেজি ওজনের বাঘাইড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে একটি মাছের আড়তে বিক্রির জন্য ১২ কেজি ওজনের বাঘাইড় উঠেছে। মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের পুলতাকান্দা এলাকার সানি মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে চট্টগ্রামের মহেশখালী এলাকা থেকে পচান আলী নামের এক পাইকার ১২ কেজি ওজনের বাঘাইড়টি আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। মাছটি মহেশখালীর তিস্তা নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে জেলের কাছ থেকে পাইকার মাছটি কিনে নিয়ে আসেন।

ভৈরবের আড়তে ১২ কেজি ওজনের বাঘাইড়

এ বিষয়ে সানি মৎস্য আড়তের মালিক রুবেল মিয়া বলেন, প্রতিনিয়ত ভৈরবের মাছের আড়তে বড় বড় মাছ আসে। দুপুরে এক পাইকার ১২ কেজি ওজনের বাঘাইড়টি বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতি কেজি ৭০০-৮০০ টাকা দরে ৮-৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা যাবে।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।