আসামি বাবাকে ছিনিয়ে নিয়ে গেলেন ছেলে, দুই পুলিশ গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর গুলি করে আসামি বাবাকে ছিনিয়ে নিয়ে গেছে ছেলে। এ সময় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন- নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা।

খোঁজ নিয়ে জানা যায়, নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মন্নাফ ওরফে মনেকের (৫০) বিরুদ্ধে মাদক, ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। মনেক সম্প্রতি জেল থেকে জামিনে বেরিয়ে আবারো মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার ছেলে শিপনও ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

অপরাধী বাবা-ছেলে এলাকায় অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনেককে আটক করে পুলিশ। এ সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন দু’দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালান। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যান। তবে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, মনেককে ছাড়িয়ে নিতে তার ছেলে শিপন ও তার সহযোগী সোহাগসহ আরও দু’জন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরিদর্শক (তদন্ত) সোহেল রানার হাতে ও এসআই রানার মাথায় গুলিবিদ্ধ হয়।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় গুলিবিদ্ধ এসআই রনিকে কুমিল্লা রেফার করেন। আজ দুপুরে তার অপারেশন হবে। তবে সে আশঙ্কামুক্ত আছে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মনেক ও তার ছেলে শিপনসহ সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।