নওগাঁয় বৃষ্টিপাত কম, সম্পূরক সেচে আমন আবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

অনাবৃষ্টিতে নওগাঁয় বিলম্ব হচ্ছে আমন চাষাবাদ। ফলে চাষিরা সম্পূরক সেচের মাধ্যমে আমনের আবাদ করেছেন। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে চাষিদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২২ সালে জুন মাসে গড় বৃষ্টিপাত হয়েছে ৮৮ দশমিক ৯০ মিলিমিটার। যেখানে প্রয়োজন ৯৭৯ মিলিমিটার বৃষ্টিপাত। জুলাই মাসে ৮৮০ মিলিমিটার বৃষ্টিপাতের মধ্যে হয়েছে ৭৯ দশমিক ৯৭ মিলিমিটার, আগস্ট মাসে গড় বৃষ্টিপাত ১১১ দশমিক ৪৩ মিলিমিটার ও সেপ্টেম্বরে এক সপ্তাহে গড় বৃষ্টিপাত ৫৩ দশমিক ৫৫ মিলিমিটার। গত বছর জুন মাসে গড় বৃষ্টিপাত হয়েছিল ৩৩৩ দশমিক শূন্য ৯ মিলিমিটার, জুলাই মাসে গড় বৃষ্টিপাত হয়েছিল ১৬৩ দশমিক ১৮ মিলিমিটার।

এ বছর এক লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক লাখ ৭০ হাজার ৪৮৫ হেক্টর রোপণ করা হয়েছে।

চাষিরা বলছেন, বৃষ্টি কম হওয়ায় শ্যালোমেশিন ও গভীর নলকূপের পানি দিয়ে সম্পূরক সেচের মাধ্যমে জমি প্রস্তুত করে চাষাবাদ করতে হচ্ছে।

সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক ময়নুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে আমনের ধান লাগিয়েছি। বৃষ্টি না হওয়ায় শ্যালোমেশিনের পানি দিয়ে আমন লাগানো হয়েছে। এখন পর্যন্ত শ্যালোমেশিনের পানি দিয়ে আবাদ করতে হচ্ছে। এবছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা ধানের জন্য যথেষ্ট নয়।

মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আতিকুর রহমান বলেন, স্বর্ণা-৫ জাতের আমনের ধান লাগিয়েছি দেড় মাস হলো। গভীর নলকূপের পানি দিয়ে জমি প্রস্তুত করে রোপণ করতে হয়েছে। জমি লাগানোর পর চারদিন বৃষ্টি হওয়ায় সেচ দিতে হয়নি। ৭-৮ দিন পর পর জমিতে সেচ দিতে হয়। গভীর নলকূপের পানি দিয়ে এক বার সেচ দিতে বিঘাতে ৩০০ টাকা করে দিতে হয়।

বদলগাছী উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ১-৬ সেপ্টেম্বর পর্যন্ত ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২ সেপ্টেম্বর ২০ দশমিক ৬ মিলিমিটার, ৪ সেপ্টেম্বর ১ দশমিক ৮ মিলিমিটার ও ৫ সেপ্টেম্বর ৫ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম বলে জানান তিনি।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, বিগত বছরের তুলনায় এবছর আমন মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। তবে গত কয়েকদিন থেকে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। যদিও পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে না। কিন্তু তারপরও এ বৃষ্টি আমনের জন্য ভাল।

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।