ঈশ্বরদীতে ৯ দিনে ২০ জন ডেঙ্গু আক্রান্ত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

পাবনার ঈশ্বরদীতে ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন পাঁচজন।

হাসপাতাল সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত পাঁচজন শ্রমিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তরা হলেন হলেন, তুষার খান (২৪), লিটন (৩৮), সোহেল (২৮), সাব্বির (২৫) ও মিঠুন (২৮)। তারা গত ৯ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, এখানে পাঁচ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি থাকতে পারে। আক্রান্তরা সবাই এ উপজেলার বাসিন্দা।

শেখ মহসীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।