শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকারপ্রধান: প্রাণিসম্পদমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকারপ্রধান। তিনি বাংলাদেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। প্রতিটা বিভাগ পর্যায়ে বিশ্ববিদ্যালয় করেছেন। জেলা পর্যায়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু করতেছেন। শেখ হাসিনা সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর আগে অন্য কোনো সরকার প্রধান করতে পারেনি।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের নাজিরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামীতে কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ হবে তা গবেষণা করে সে অনুযায়ী নতুন প্রজন্মকে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। আমি চাই প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান স্বচ্ছতার সঙ্গে চমৎকার গতি নিয়ে চলুক। একটা দেশে শিক্ষিত জাতীর অভাব হলে তা অন্য কাউকে দিয়ে পুরণ করা সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, বাবু সন্তোষ কুমার মিস্ত্রী, মহীন্দ্র নাথ মজুমদার, কেশব লাল দাস, গিরিশ চন্দ্র মণ্ডল, মোতাহার আলী হাওলাদার, সুখরজ বেপারীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।